সোমবার   ২৯ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৪ ১৪৩২   ০৯ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২১৮

মহানন্দায় আরেকটি সেতু নির্মাণের উদ্যোগ সম্ভাব্যতা কাজের উদ্বোধন

মাইনুল হক  চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৩  

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের সঙ্গে চরঅনুপনগর ইউনিয়নের যোগাযোগ স্থাপনের জন্য মহানন্দা নদীর ওপর তড়পা ঘাটে একটি সেতু নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। শনিবার প্রস্তাবিত সেতুটির সম্ভাব্যতা যাচাই কাজের উদ্বোধন করা হয়েছে।

প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন এবং এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল ওদুদ এমপি। বিশেষ অতিথির বক্তব্য দেন এলজিইডি সদর দপ্তরের প্রকল্প পরিচালক মো. এবাদত আলী, চাঁপাইনবাবগঞ্জের নির্বাহী প্রকৌশলী মোজাহার আলী প্রাং, দেবীনগর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, চরঅনুপনগর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সিরাজুল ইসলাম, দেবীনগর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আশরাফুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন হাফিজুর রহমান। তড়পা ঘাটে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নে দেবীনগর দ্বি-মুখী মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত চারতলা একাডেমিক ভবনের উদ্বোধন করেন সংসদ সদস্য আব্দুল ওদুদ। 

এই বিভাগের আরো খবর